
স্টাফ রিপোর্টার:
মানবতার স্বার্থে, দুঃস্থদের পাশে এই প্রতিপাদ্য নিয়ে রংপুরের মিঠাপুকুরে স্বপ্নপূরণ ফাউন্ডেশন ৫০ জন গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ করেছে।
বৃহস্পতিবার(২০ এপ্রিল) মিঠাপুকুরের গোল্ডেন সান পাবলিক স্কুল মাঠে ঈদ বাজার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাহিদ মিয়া জানান, আমরা ২০২০ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।তারই ধারাবাহিকতায় সদস্যদের মাসিক চাঁদা ও উপদেষ্টা মন্ডলির আর্থিক সহযোগিতার মাধ্যমে ৫০ জন নিম্নবিত্ত মানুষকে আজ ঈদের বাজার করে দেয়া হলো।
প্রজেক্ট ঈদ বাজার অনুষ্ঠানে ডাঃ রাকিবুল হাসান রাকিব, ডাঃ রওশন আরা এলিন,হাজী শাহজাহান আলী,শেফাউল ইসলাম,ইঞ্জিনিয়ার সামসুজ্জোহা সুমন,ফাউন্ডেশনের সাধারণ সদস্য ও অন্যান্য ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.