
নিউজ ডেস্কঃ
সৌদি আরব, কাতার, লেবাননসহ বিশ্বের ১৫টি দেশে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। এরপর একে একে এই তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ ১৪টি দেশ। এসব দেশে শুক্রবার ঈদ পালিত হচ্ছে।
দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান, মিশর, আলজেরিয়া, সিরিয়া, তিউনিশিয়া ও সুদান।
বিশ্বের যেসব দেশে এখনও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সেসব দেশে আগামী শনিবার ঈদ উযাপিত হবে বলে আশা করা হচ্ছে। তবে সেটি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা না গেলে রোববারও ঈদ হতে পারে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.