সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাতে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য কে গ্রেপ্তার করা হয়েছে ও তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গোপন সাংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব আনিসুজ্জামানের নেতৃত্বে ও আলমডাঙ্গা থানার ওসি জনাব বিপ্লব কুমার নাথের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা ফোর্স এ এস আই একরামুল হক, খসরুল আলম, সালাউদ্দিন, মোস্তফা,রাসেল তালুকদার ও এস আই সমীর চন্দ্র দাস অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কালো রং এর ডিসকভার ১৩৫ সিসি,নীল রঙ্গের এপাচি আর টি আর 160 সিসি এবং পুরাতন লাল রঙ্গের কিওয়ে মোটরসাইকেল উদ্ধার করা হয়।
২১ এপ্রিল রাত ১০:৩০ মিনিটের সময় ওসমানপুর বাজার থেকে মোটরসাইকেল ২টি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১:৩০ মিনিটের সময় ওহিদুল শেখের নিজ বসত ভিটা হতে ডিসকভার ১৩৫, ও লাল রঙ্গের কিওয়ে মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিগণ স্বীকার করেন যে মোটরসাইকেল গুলো তারা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখে এবং সময় বুঝে তারা বিক্রয় করে।
চোর চক্রের ৩ সদস্যরা হলেন মো:মালেক আলী(৪৫), পিতা-নূর মোহাম্মদ , গোলাম রসুল পিতা-মো: মহসিন , ওহিদুল শেখ, পিতা-রবজেল শেখ , এই তিন জনের উভয়েরই বাড়ি আলমডাঙ্গা থানার ওসমানপুর গ্রামে।
এদিকে প্রেসব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল চুয়াডাঙ্গা) জনাব আনিসুজ্জামান বলেন তিনজনের বাড়ি যেহেতু একই এলাকাতেই তাই এদের মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে ।এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

