
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রামে শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুই যুবক নিহত হয়েছেন। উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আল-ইমরান (৩০)। সে নন্দীগ্রাম পৌরসভা দামগাড়া গ্রামের নান্টু হোসেনের ছেলে। অন্যজন হলেন অনার্স প্রথম বর্ষের ছাত্র আবিদার (২৪)। তিনি গাইবান্ধা সদরের গোলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ঈদের দিন বিকেলে আবিদার তার বন্ধুকে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তারা নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক আবিদার ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া তার বন্ধু মাহি ও অপর মোটরসাইকেলে থাকা আল-ইমরান ও তার স্ত্রী আহত হন। তাদের তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসক আল-ইমরানকে মৃত ঘোষণা করেন ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.