সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
কলমাকান্দার খারনৈ ইউনিয়নে বৌ বাজার নামক স্থানে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
নিহতের মাঝে দুইজনের বাড়ী একই উপজেলার লেংগুড়া ইউপির গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বকর (১৭)অপর একজন একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া( ১৭)এবং একজন খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইমান আলীর ছেলে সুমন মিয়া (২৩)
এছাড়া দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে জুলহাস (২০) ও রায়হান (১৮) নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলেই তিনজন করে ছয়জন আরোহী ছিল। লেংগুরা সীমান্ত এলাকার বৌ বাজারে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আবু বকর ও মাসুদ মিয়া মারা যায়। মোটরসাইকেল চালক সুমন মিয়াসহ গুরুতর আহত জুলহাস ও রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে, কলমাকান্দার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

