
নিউজ ডেস্কঃ
শনিবার (২২ এপ্রিল) ইয়াঙ্গুনের পূর্বাংশে থিঙাগাইয়ুন এলাকায় জান্তা শাসিত মিয়ানমার সরকারের নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কায়াও দু বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন।
সামরিক বাহিনীর তথ্য টিমের এক বিবৃতিতে বলা হয়, ‘সরকারবিরোধী সশস্ত্রগোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস এই হত্যাকাণ্ডের জন্য দায়ী।’ বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
গত মাসে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সূচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এর মাত্র একমাসের মধ্যেই নিহত হলেন কমিশনের উপপ্রধান।
উল্লেখ্য, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সূচির সরকারকে হটিয়ে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর পর পরই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এতে যুক্ত হয় বেশ কিছু সশস্ত্র সংগঠন। পিপলস ডিফেন্স ফোর্সেসও তেমনই একটি সশস্ত্র গোষ্ঠী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.