
স্টাফ রিপোর্টারঃ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের কাউন্টার টেররিজম (সন্ত্রাস বিরোধী) কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশ সদস্য। আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি মানুষ।
সোমবার সোয়াত উপত্যকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় ভবনটিও ধসে পড়েছে। খাইবার পাখতুন খাওয়া প্রদেশের এক পুলিশ মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। সন্ত্রাসী হামলার কোনো প্রমাণ নেই।
আর কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করায় এটা দুর্ঘটনাজনিত বিস্ফোরণ নাকি সন্ত্রাসী হামলা তা পরিষ্কার করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি। এটা কোনো সন্ত্রাসী হামলা নয় বলে মনে করছেন, কাউন্টার টেররিজম বিভাগের আঞ্চলিক প্রধান সোহাইল খালিদ।খবর : বিবিসি
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.