স্টাফ রিপোর্টারঃ
বাজেটের পর থেকে বাজারে পণ্যের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সবজি, মাছ, মাংস, ডিমসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এছাড়া বাজারে সুপারির দাম বাড়তি হারে বেড়েছে। তবে সুপারির দাম বেশি হলেও পানের দাম কম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।
সোমবার (২৪ জুন) ক্রেতা-বিক্রেতারা বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব কথা জানান। বাজারের হিসাব অনুযায়ী প্রতি শ’ পিস কাঁচা সুপারির দাম রাখা হয়েছে ৬শ’ থেকে ৮শ’ টাকা। ভেজা ভালো সুপারির দাম রাখা হয়েছে ৮০০ টাকা।
অন্যদিকে শুকনো সুপারি প্রতি কেজি ৪০০ থেকে ৬০০ টাকা। তবে বাজারে পানের দাম বেশ কম। ১০০টা প্রতি ৮০টা (এক বিরা) পানের দাম।
বিক্রেতারা বলছেন, যেখানে ১০০ পিস সুপারি বিক্রি হতো ৪০০ টাকায়। সেখানে এখন বাজারদর ৮০০ টাকা। আবার পান প্রতি লট ৩০০ টাকায় বিক্রি হয়েছে। এখন বাজারদর ১০০ টাকা।
সুপারি খুচরা ক্রেতারা বলছেন, ‘বাড়ির জন্য সুপারি কিনতে হবে। কিন্তু পান সস্তা হলেও সুপারি দাম বেশি। সাড়ে তিনশ টাকায় মাত্র ৫০ পিস সুপারি কিনেছি। গত বছরের তুলনায় সুপারি কম ফলন হওয়ায় দিন দিন সুপারির দাম বাড়ছে বলে জানান আরও বাড়তে পারে।

