সম্পাদক

নিউজ ডেস্কঃ

চলতি বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দল। সোমবার (২৪ এপ্রিল) রাতে চূড়ান্ত সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ দিনের সফরে লাল-সবুজের যুব প্রতিনিধিদের সঙ্গে চারদিনের তিনটি ম্যাচ খেলবে ক্যারিবিয়ান যুবারা।

তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সিরিজের বাকি ম্যাচটি হবে সিলেটের আউটার মাঠে।

এজন্য আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয় যুবারা। সফরের প্রথম ম্যাচ হবে ১৬ থেকে ১৯ মে। এরপর ২৩ থেকে ২৬ মে সিলেট আউটার স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাদা পোশাকের শেষ ম্যাচটি হবে ৩০ মে থেকে ২ জুন। এরপর ৩ জুন দেশে ফিরে যাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।