
মঞ্জুরুল আলম, জেলা প্রতিনিধি নরসিংদী :
নরসিংদীর জেলার মাধবদী থানার অন্তর্গত পাঁচদোনা বাজারের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইউসুফ আহম্মেদ গত ২৫ এপ্রিল নরসিংদীর সদর উপজেলায় রাত্রিকালিন বিশেষ অভিযান পরিচালনা করার সময় পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া(চরপাড়া) এলাকার তৌহিদুল ইসলাম রিমন(৩৩) কে আটক করে।
তথ্য সুত্রে জানা যায় গাড়ি চেক করার সময় মোটর সাইকেলটিকে সিগনাল দিলে মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পরে অন্য ফোর্সের সহযোগিতায় তাকে আটক করে মোটর সাইকেল তল্লাশি চালিয়ে বাজারের ব্যাগে থাকা ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক ও ৫টি কার্তুজ উদ্ধার করা হয় এবং ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়, আটককৃত আসামী গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভাদগাতী গ্রামের সাইদুল ইসলাম ওরফে মোসলেহ উদ্দিন মাষ্টার এর ছেলে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.