সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে ভাঙাচোরা রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া।
বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, ওই ইউনিয়নের বটতলা বাজার থেকে শিবপুর মাদরাসা পর্যন্ত স্থানীয়দের সহযোগীতায় এক কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু করেন তিনি। এ পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার রাস্তার সংস্কার করেছেন।
স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে রাস্তা ভেঙ্গে যায়। যার ফলে চলাচলে মানুষের কষ্ট হয়। এতে দুর্ভোগ পোহাচ্ছিলেন শতাধিক মানুষ। অবশেষে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়ার উদ্যোগে রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। অনেক রাস্তা এখন চলাচলের মতো হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন, পাহাড়ি ঢলে ভিন্ন রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি বরাদ্দ না পাওয়ায় স্বেচ্ছাশ্রমে স্থানীয়দের সহযোগীতায় খানাখন্দ ভরাট করা হচ্ছে।

