সম্পাদক

নিউজ ডেস্কঃ

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেছেন।

এর আগে একই দিন সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে রওনা হন রাষ্ট্রপতি।

জানা গেছে, শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তিনি টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। এ ছাড়াও একই দিন বিকেলেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন রাষ্ট্রপতি।