ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর বাউফল উপজেলার দলের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করার প্রতিবাদে পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য ও বাউফল উপজেলা আওয়ামিলীগের সভাপতি আসম ফিরোজ এমপির বিচার ও বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাউফল উপজেলা আওয়ামিলীগের নেতা কর্মীরা।

আজ বুধবার (২৬ এপ্রিল) দুপুরে বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা আওয়ামিলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠন মিছিল নিয়ে দলে দলে সমাবেশে অংশগ্রহণ করে।

জেলা আওয়ামিলীগের উপদেষ্টা ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে ও বাউফল যুবলীগ নেতা শাহাবুদ্দিন আকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিটুনিতে আহত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আহবায়ক তালুকদার মোঃ জাহাঙ্গীর, এবিআর গ্রুপের চেয়ারম্যান ও আ’লীগ নেতা হাসীব আলম তালুকদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান হাওলাদার, বাংলাদেশ কৃষক লীগের সদস্য এসএম ইউসুফ, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহসীন, বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম,সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান, সহ স্থানীয় আ’লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরবর্তীতে নেতারা উপস্থিত জনতার সম্মুখে স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ এর কু-রাজনীতি ও বিএনপি-জামায়াত নিয়ে সংগঠন করায় তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় ভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। নেতারা আরো বলেন,আসম ফিরোজ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে বরিশালে আনন্দ মিছিল নিয়ে মিষ্টি বিতরণ করেন। আসম ফিরোজ বাউফলের আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিনিয়ত হত্যা করছে।আমরা আজ থেকে আসম ফিরোজকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।