
ষ্টাফ রিপোটার:
কিশোরগঞ্জে নিকলীর হাওরে পুরোদমে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটা মহা উৎস। এর ধারাবাহিকতা কেন্দ্র করে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ জেলার যুবলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী,বর্তমান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক এজিএস বাছির উদ্দিন রিপনের নেতৃত্বে নিকলী উপজেলার সদর ইউনিয়নের হাওর এলাকায় কৃষক মোহাম্মদ বিল্লাল ভূইয়ার ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা উপজেলা সহ যুবলীগের নেতাকর্মীরা।
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে এই কর্মসূচি পালন করেছে ।এতে জেলা যুবলীগসহ নিকলী উপজেলা যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।কিশোরগঞ্জ জেলা যুবলীগের সভাপতি প্রার্থী,সাবেক এজিএস বাছির উদ্দিন রিপন বলেন,’মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন ঘটাতেই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা কিশোরগঞ্জের নিকলী হাওরে যুবলীগ এ ধান কাটা কর্মসূচি পালন করছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব।কৃষক বিল্লাল ভূইয়া বলেন,’‘আমার জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচ ১২/১৩ শত টাকা বেশি । যুবলীগের নেতাকর্মীরা এ খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকার হবে।আমার জমির ধান কেটে দেয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ জানাই।
এ সময় কিশোরগঞ্জ জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী বাছির উদ্দিন রিপনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,জেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ,এড.স্বরমিন,জেলা যুবলীগ নেতা দেলোয়ার, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, মাসুদ রানা,মোল্লা খাইরুল নোমানী,মোক্তার হোসেন মুক্তার,আরিফুল ইসলাম বারি,সদর ৪ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রতন মিয়া,নিকলী উপজেলা যুবলীগ নেতা সবুজসহ নেতাকর্মীরা প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.