
নিউজ ডেস্কঃ
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী (সাবেক মেয়র) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, আমি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দাঁড়িয়েছি। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে পারে। আমি গ্রেপ্তার হতে পারি, আমাকে গুম করা হতে পারে। আবার আমার পায়ে শিকলও পরা লাগতে পারে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এ সব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, আমার নির্বাচন নৌকার বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে। আমার সঙ্গে ভোটে লড়তে হলে ষড়যন্ত্র করে নয়, ব্যক্তি হিসেবে আমার সঙ্গে লড়তে আসেন। আমি ভোটের মাঠে আছি।
উল্লেখ্য, আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদে প্রার্থিতার জন্য ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, জমা দিয়েছেন ১২ জন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.