
নিউজ ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আঘাত হানে এ ঝড়।
এদিন দুপুর প্রায় দেড়টা নাগাদ কালবৈশাখীর ঝড় শুরু হয়। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে তিন, হাওড়ায় তিন, বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের, উত্তর চব্বিশ পরগনায় দুই, পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছে।
এদিকে বজ্রপাতে পরপর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজ্যের বিভিন্ন এলাকায়।
সূত্র : নিউজ ১৮
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.