
স্টাফ রিপোর্টারঃ
সুস্মিতা রানি(২১) নামে এক হিন্দু গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ২৯ এপ্রিল লালমনিরহাট সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়নে ৪ নাম্বার ওয়ার্ডের রামদাস গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্বামী সুবর্ণ রায়(২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
গলায় ফাঁস দিয়েছে আত্মহত্যা করে এমন অভিযোগে করে স্বামী সুবর্ণ রায় কিন্তু স্থানীয় লোকজনের ও সুস্মিতা রানির ভাই দাবি করে তার বোনকে তার বোন জামাই সুবর্ণ রায় পিটিয়ে মেরে ফেলেছে ।
পুলিশ জানায়, প্রায় ৫ বছর আগে সুবর্ণ রায় সঙ্গে বিয়ে হয় মহেন্দ্রনগর ইউনিয়নের দিনেশ চন্দ্র রায়ের মেয়ে
সুবর্ণ রায়ের সাথে।তাদের সংসারে সাড়ে তিন বছরের একটি মেয়ে রয়েছে তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে আশঙ্কা করা যাচ্ছে, বাকি বিস্তারিত তদন্ত শেষ হলে জানা যাবে।
স্থানীয় বাসিন্দা ফকরেন রায় জানায়,গত শুক্রবার রাতে পারবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার হয়েছিল এমনটি শোনা যায় ,পড়ে এক পর্যায়ে মাথায় ও শরীরে আঘাত করলে অচেতন হয়ে পড়েন সুস্মিতা রানি,পড়ে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। লালমনিরহাট সদর থানার এস আই তাজরুলবলেন, খবর পেয়ে নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.