
স্টাফ রিপোর্টার:
আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্হার বেঞ্চ কড়া সমালোচনা করলেন পশ্চিম বাংলা র পুলিশের বিরুদ্ধে। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের ক্যানিং থানার আই সি র বিরুদ্ধে সিভিল কোর্ট এর ফরমান জারি কে অমান্য করার অপরাধে অভিযুক্ত ক্যানিং থানার আই সি র বিরুদ্ধে কেন ব্যাবস্থা নেওয়া হবেনা তা জানতে চাইলেন পশ্চিম বাংলা র ডি জি পি র কাছে। সেই সঙ্গে কেন কোন পদক্ষেপ গ্রহণ করা হবে না ক্যানিং থানার আই সি র বিরুদ্ধে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস কাছে। সম্প্রতি পশ্চিম বাংলা র বিভিন্ন জেলা থেকে কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ আসছে যে পশ্চিম বাংলা র বিভিন্ন জেলার পুলিশ সিভিল কোর্ট এর নির্দেশ মানছে না। যায় ফলে বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে। এবং অপরাধের শাস্তি নিশ্চিত হচ্ছে না। এই প্রবণতা থেকে রেহাই পেতে বিভিন্ন জেলা থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্হার বেঞ্চ এ অভিযোগ করা হয়েছে। আজ সেই সিভিল কোর্ট এর রায়ের মর্যাদা না দেবার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এবং লিখিত জবাব দিতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্হার বেঞ্চ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.