
স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন রংপুরের আলা উদ্দিন মিয়া।
জাতীয় পার্টি ঢাকাস্থ বনানী কার্যালয়ে গত ২ মে, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন রংপুরের কৃতি সন্তান কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ২ বারের নির্বাচিত ভিপি মোঃ আলা উদ্দিন মিয়া। সে রংপুরের স্থানীয় দৈনিক দৈনিক পরিবেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এ দায়িত্ব প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভানেত্রী শেরিফা কাদের এমপি প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.