
স্টাফ রিপোর্টার:
বরগুনা তালতলী উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-৮।
সোমবার (০১ মে ) আনুমানিক ১১ টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক মোঃ শাকিল (২০) উপজেলার মিনিপাড়া ৫ নং ওয়ার্ডের মোঃ আব্দুল মন্নান হাওলাদারের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ জানায়, গত (২২ মার্চ) জলভাঙ্গা প্রজেক্ট নামক স্থানে রাকিবের দোকান ঘরে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে ওই কিশোরীর পরিবার র্যাবের সঙ্গে যোগাযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার র্যাব একটি দল অভিযান চালিয়ে মোঃ শাকিলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীর মোবাইলের এক্স গ্যালারি পর্যালোচনা করে ভিক্টিম কিশোরীর সাথে তার অশ্লীল স্থির চিত্র ও ভিডিও পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তালতলী থানায় হাস্তান্তর করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.