
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটে এক শিক্ষিকাকে (৩০) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এরশাদ আলী (৩৩) নামের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়টা নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
এর আগের সোমবার (১ মে) ধর্ষণের শিকার ওই স্কুলশিক্ষিকা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলার পরই দিবাগত রাতে শহরের জানিয়ার বাগান মহল্লার ভাড়া বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত এরশাদ আলী অগ্রণী ব্যাংক জয়পুরহাটের পাঁচবিবি শাখায় কর্মকর্তা (ক্যাশ) হিসেবে কর্মরত আছেন। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুরা গ্রামের মনতাজ আলীর ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ব্যাংক কর্মকর্তার সঙ্গে ওই শিক্ষিকার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দিয়ে গত ১৪ মার্চ সন্ধ্যায় জয়পুরহাট পৌর এলাকার জানিয়ার বাগান একটি ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি বিয়ের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সোমবার (১ মে) ধর্ষণের শিকার ওই স্কুলশিক্ষিকা বাদী হয়ে সদর থানায় একজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিয়ের প্রলোভনে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে ব্যাংক কর্মকর্তা এরশাদ আলীকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.