সম্পাদক

নিউজ ডেস্কঃ

গত ডিসেম্বর থেকে ইউক্রেনে ২০ হাজারের বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে বলে জানালো অ্যামেরিকা। আহত হয়েছেন ৮০- হাজার।

গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ”অর্ধেক মৃত্যু হয়েছে বাখমুত শহর দখল করতে গিয়ে। তারা বেশিরভাগই ওয়াগনার বাহিনীর সদস্য।” ইউক্রেনে রাশিয়ার সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ওয়াগনার বাহিনীও লড়ছে।

গতবছর থেকে রাশিয়া এই ছোট শহর দখল করার চেষ্টা করছে। সেখানে ভয়ংকর লড়াই এখনো চলছে। মস্কো এখন বাখমুতের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। ইউক্রেনের সেনা শহরের পশ্চিমদিকে একটা ছোট এলাকা দখল করে আছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তারা বাখমুতে যত বেশি সম্ভব রুশ সেনাকে মারতে চাইছেন। তাহলে রাশিয়ায় রিজার্ভে থাকা সেনাদলে টান পড়বে।

কিরবি বলেছেন, ”রাশিয়া বাখমুত দখল করে ডনবাসে ব্যাপক আক্রমণ চালাবার পরিকল্পনা করেছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের হিসাব, ডিসেম্বর থেকে রাশিয়ার এক লাখ সেনা হতাহত হয়েছেন। তার মধ্যে মৃতের সংখ্যা ২০ হাজার।”