
বিনোদন ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় দুই তারকা করন জোহর ও সালমান খান। প্রায় ২৫ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তারা। আবারও করণের সিনেমায় দেখা যাবে বলিউড ভাইজানকে।
২০২৪ সালের ঈদে নতুন সিনেমা আনতে চলেছে ধর্মা প্রোডাকশান। আর সেই ছবিতেই অভিনয় করবেন সালমান। ইন্ডিয়ান টিভি শো ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে খবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেতা।
সালমান বলেন, ‘ধর্মা প্রোডাকশনের সিনেমায় করণ নিজেই অভিনয় করার প্রস্তাব দেন আমাকে। আমি তার সেই প্রস্তাবে সম্মতি দিয়েছি।’
তবে পাশাপাশি যশরাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়ার সিনেমাতেও কাজ করবো। দুটোই অনেক বড় প্রযোজনা সংস্থা। করণ ও আদিত্য দুজনের সঙ্গে আমি কাজ করতে আগ্রহী।
করণের প্রযোজনা সংস্থার সিনেমাটি মূলত বিনোদনমূলক। ইতোমধ্যে সিনেমাটি নির্মাণের জন্য বিষ্ণু বর্ধনের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। যদিও ধর্মা প্রোডাকশানের কাছ থেকে এখনও এটি বিষয়টি নিশ্চিত করা হয়নি।
প্রসঙ্গত, সর্বশেষ করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। এটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে।
খবর : হিন্দুস্থান টাইমস
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.