সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহাড়া গ্রামের আইনজীবী বাবুল ইসলামের পরিবারের কবলা সূত্রে ক্রয়কৃত জমি গ্রহিতাকে দখল না দিয়ে জোর পূর্বক দখল ও মোটা অংকের চাঁদা দাবীর অভিযোগ উঠেছে একই গ্রামের একটি পরিবারের বিরুদ্ধে।

এতে অতিষ্ঠ ও কোণঠাসা হয়ে পড়েছে আইনজীবী বাবুল ইসলামের পরিবারের সদস্যদরা। সেই সাথে হুমকির মুখে আইনজীবী বাবুল ইসলাম।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের মৃত – মফিজ উদ্দিনের ছেলে ফারাজ উদ্দিন ও আজিজুর রহমান। আব্দুল কুদ্দুস, নুর আলম উভয়ের পিতা, ফারাজ উদ্দিন, আবু রায়হান পিতা, মোঃ আজিজুর রহমান। সকলের সাং ভানোর নেংটিহাড়া, ডাকঘর হলদীবাড়ি হাট উপজেলা-বালিয়াডাঙ্গী জেলা ঠাকুরগাঁও।

আইনজীবী বাবুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়- ৮৪৭ নং খতিয়ান ভুক্ত ১৫৫৫৬/১৫৫৫৭ দাগের ২+২=৪ শতাংশ জমি আমরা ২নং বিবাদী মোঃ আজিজুর রহমানের কাছে ক্রয় করিয়া রেজিষ্ট্রি করে নিই এবং রাস্তা হিসেবে ব্যবহার করে আসছি। উক্ত নালিশী সম্পত্তি উল্লেখিত ব্যক্তিগণ জবর দখল করে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।
রাস্তা বন্ধের কারণ জানতে চাইলে তারা কোন প্রকার উত্তর না দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করে।

এরপর গত ২৭ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর সার্ভেয়ার কতৃক উক্ত জমি মাপযোগ করতে গেলে তারা আবারও বিভিন্ন ধরনের হুমকি দেয়।

আইনজীবী বাবুল ইসলাম বলেন, বিবাদীরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উক্ত জমিতে ঘোরাঘুরি করে এবং আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর এবং আমাকে হত্যার হুমকি প্রদান করে।

এমতাবস্থায় স্হানীয় ব্যক্তিবর্গ বিষয়টি আমাকে আইনগত ভাবে সুরাহার জন্য বলেন, আমি এই নিয়ে বিষয়টি বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান বরাবরে একটি সুবিচারের দরখাস্ত করলেও বিষয়টি সমাধান হয়নি।

এমতাবস্থায় গত ১৪ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক ১০ টার দিকে বিবাদীগণকে আমাদের বন্ধ রাস্তা খুলে দিতে বললে, তারা ৪ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে, টাকা না দিলে রাস্তা খুলে দিবে না বলে জানান তারা। পরে বিষয়টি আশংকাজনক বলে মনে হলে আমরা এবিষয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করলে, থানা পুলিশ তড়িৎ গতিতে ঘটনাস্থলে আসিয়া ঘটনার সত্যতা যাচাই করে এবং গত ১৫ এপ্রিল বিবাদীগণকে দন্ড বিধি: আইনের ১৫৪ ধারা মোতাবেক সতর্কীকরণ নোটিশ প্রদান করেন যাহার নোটিশ নং -০৫/২৩ বালিয়াডাঙ্গী থানার জিডি নং -৬৪৫। পরবর্তীতে আইনজীবী বাবুল ইসলাম যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আইনজীবী সমিতি ঠাকুরগাঁও বরাবরে একটি লিখিত আবেদন করেন।

জানা যায়, আইনজীবী বাবুল ইসলামের বড় ভাই – লাহিড়ী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল, আবুল ওয়াহাব ২ নং অভিযুক্ত মোঃ আজিজুর রহমানের কাছে ১৫৫৫৬/১৫৫৫৭ দুই দাগে ৪ শতাংশ জমি রেজিষ্ট্রি মূলে ক্রয় করেন যার দলিল নং ৬৪৪।

অভিযুক্ত ফারাজ উদ্দিন ও আজিজুর রহমান রাস্তা বন্ধের বিষয়টি অস্বীকার করে এবং আজিজুর রহমান জমি রেজিষ্ট্রি দেওয়ার বিষয়টি শিকার করেন।