ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভুঙ্গামারীতে এক কলেজ ছাত্রীকে বিরক্ত করার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ ও সেসময় পুলিশকে সহযোগিতা করে সদর ইউনিয়নের গ্রাম পুলিশ।
ভূরুঙ্গামারী থানা পুলিশ ও গ্রাম পুলিশ সূত্রে জানা যায় ৭ মে রবিবার বিকেল ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পুরাতন থানা পারা এলাকায়
আগে থেকেই ওৎ পেতে থাকে সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের হাসপাতাল পাড়ার মিন্টু মিয়ার ছেলে।মিন্টু মিয়ার ছেলে ভূরুঙ্গামারী সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষ পড়ুয়া শাহরিয়ার হোসেন চমক (২০)।শাহরিয়া অপেক্ষায় থাকার কিছুক্ষণ পরেই ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্রী কলেজ থেকে উক্ত মোড় দিয়ে বাড়ি যাওয়ার সময় গতিরোধ করে চলন্ত অটো রিকশায় লাফিয়ে উঠে তাকে ইভটিজিং করার চেষ্টা চালায়। সে সময় মেয়েটি চিৎকার চেচামেচি করলে চলতি এসএসসি পরীক্ষায় ডিউটিরত ভুরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিম ও গ্রাম পুলিশ সদর ইউনিয়নের জুয়েল এসে মেয়েটিকে উদ্ধার করে পরিবেশে নিয়ন্ত্রণে আনে।পরে শাহরিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে হেনস্তা করার সংবাদ ছড়িয়ে পড়লে সুধিমহল,সাংবাদিক বৃন্দ উপস্থিত হয় ঘটনা স্থলে।পরে সে সময় সম্মিলিত শিক্ষক পরিষদের নেতারাও শাস্তির দাবি জানায় শাহরিয়ার বিরুদ্ধে।পরে থানা থেকে আনুমানিক ১ ঘন্টা পর ইভটিজিং কারি শাহরিয়াকে উক্ত ঘটনা স্থলে নিয়ে আসে পুলিশ।সেখানে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ঘটনা স্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই যুবককে এক মাসে কারাদণ্ড প্রদান করেন।

