ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় শুরু হলো ৩ দিন ব্যাপী কন্দাল ফসল কৃষি উন্নয়ন মেলা’২০২৩। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলায় ১৫ টি স্টলে আয়োজন করা হয়েছে নানা প্রকার কন্দাল ফসলের প্রদর্শনী। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কন্দাল ফসলের নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিমশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকোনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।
এর আগে কন্দাল ফসল কৃষি উন্নয়ন মেলা’র ব্যানারে এক বর্ণাঢ্য র্যালিবের করা হয়।

