
স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে মানুষিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার মাগুরা( পশ্চিমপাড়া) গ্রামের মৃত- হাকিম মোল্লার ছেলে মোঃ আনোয়ার হোসেন(৪২)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে যশোর-খুলনা হাইওয়ে রোডের পাশে মহাকাল এলাকার নওয়াপাড়া ট্রের্ডাসের ড্যাম্প সংলগ্ন হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন নিহত আনোয়ার মানুষিক ভারসাম্যহীন ভাবে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো, পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাকে ভালো করতে পারেনি, আজ এই মৃত্যুর খবর পেয়ে এখানে আমরা এসেছি। এব্যাপারে ভাঙ্গাগেট ট্রাক টার্মিনালের ব্যবসায়ী গাজী নজরুল ইসলাম জানান, নিহত আনোয়ার মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন, সে দীর্ঘদিন ট্রাক টার্মিনালে থাকতো এবং বিভিন্ন মানুষের কাছ থেকে চেয়ে খাবার খেতো মাঝে মাঝে এলাকার অনেকের বিভিন্ন কাজও করে দিতো। এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, আনোয়ার নামে এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে, জানা গেছে সে মানুষিক ভারসাম্যহীন ছিলো, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে কি কারণে মৃত্যু হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.