
স্পোর্টস ডেস্কঃ
এশিয়ার সেরা ক্রীড়া সাংবাদিক সংস্থার পুরস্কার পেয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
সোমবার (৮ মে) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সোফিটেল অ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস) এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের হাতে সম্মানজনক এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন, এআইপিএস’র এশিয়ার সভাপতি জনাব হি দন জং। এ সময় উপস্থিত ছিলেন, এআইপিএস’র সভাপতি জিয়ান্নি মারলো।
২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এশিয়ার ৩০টি দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বিএসপিএ। দ্বিতীয় সেরা হয়েছে, নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম। একই অনুষ্ঠানে আরও সাতটি বিভাগে সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে।
এর মধ্যে তিনজন পেয়েছেন, লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড। এ ছাড়া গত বছর ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করায় কাতার স্পোর্টস প্রেস ইউনিয়নকে সেরা ইভেন্ট আয়োজকের স্বীকৃতি দেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়েক বছরের ধারাবাহিকতায় ২০২২ সালও বিএসপিএ’র জন্য ব্যস্ততম ছিল। অন্য নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি ৬০ বছর পূর্তির জমকালো আয়োজন করে সংগঠনটি। যেখানে বাংলাদেশের সর্বকালের সেরা দশ ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়া হয়, যা এআইপিএস এশিয়ার ২৪তম কংগ্রেসে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.