
নিউজ ডেস্কঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (৮ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহমুদুল হাসানকে ডিবি গুলশান বিভাগে, মো. কামরুজ্জামানকে ভাষাণটেক থানায়, মো. শফিকুল ইসলামকে হাতিরঝিল থানায় এবং মো. খোরশেদ আলমকে বিমানবন্দর থানায় বদলি করা হয়েছে।
এছাড়া শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমানকে ট্রাফিক ওয়ারি বিভাগে এবং মো. সিরাজুল ইসলামকে পিআই-দক্ষিণখান উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।
সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. কামাল হোসেন সিকদারকে ডিএমপির প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.