
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর তানোরে হিমাগার নির্মাণে তিন ফসলি জমি নষ্ট, সরকারি নয়নজলি ভরাট ও গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড় মাঠে তিনফসলী জমি ও গভীর নলকুপের আন্ডারগ্রাউন্ড ড্রেন নষ্ট করে হিমাগার নির্মাণ করা হচ্ছে। এছাড়াও হিমাগারের সামনের সরকারি রাস্তার ধারের নয়নজলি ভরাট ও সরকারি জায়গার গাছ কাটার কাটা হয়েছে। কৃষকেরা বলছে, মাঠের পানি প্রভাহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নয়নজলি ভরাট করায় অকাল জলাবদ্ধতার কারণে ছাঐড় মাঠে ফসলহানির আশঙ্কা করা হচ্ছে। আবার তিন ফসলি জমি নষ্ট করা হলেও শ্রেণী পরিবর্তন করা হয়নি। কৃষক মিজানুর, আইয়ুব ও মজিবর বলেন, হিমাগার নির্মাণ হলে জলাবদ্ধতার কারণে বিপুল পরিমাণ জমির ফসলহানি হবে।সরেজমিন দেখা গেছে, তানোর-চৌবাড়িয়া রাস্তার মালার মোড় ছাঐড় মাঠে ছাঐড় স্কুল ও এতিমখানা সংলগ্নপ্রায় ২৫ বিঘা তিন ফসলী জমির শ্রেণী পরিবর্তন না করে হিমাগার নির্মাণ করা হচ্ছে। আবার হিমাগারের সামনে প্রায় সহস্রাধিক হাত লম্বা এবং কুড়ি হাত প্রস্ত নয়নজলি ভরাট ও গাছ কাটা হয়েছে। দীর্ঘ প্রায় দু'মাস ধরে হিমাগারের নির্মাণ কাজ চলছে। নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতির বিকট শব্দ ও ধুলোবালিতে স্কুল-এতিমখানায় অবস্থান করা ও রাতে ঘুমানো কঠিন হয়ে পড়েছে। নির্মাণকাজ দেখভালের দায়িত্বরত শাহীন ও সাইফুল নামের দু'জন বলেন, উপজেলা এলজিইডি অফিসকে অবহিত করে নয়নজুলি ভরাট ও গাছ কাটা হয়েছে। অথচ দেশের উচ্চ আদালত ও প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে ফসলি জমি নষ্ট করে অকৃষি কাজে ব্যবহার করা যাবে না। এবিষয়ে জানতে চাইলে হিমাগার মালিক বজলুর জানান, কৃষিপণ্য সংরক্ষণে প্রয়োজন এক্ষেত্রে জমির শ্রেণী পরিবর্তন করার প্রয়োজন হয় না। সরকারি নয়নজুলি দখল করা বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এসব ভূমি দপ্তর দেখবে বলে এড়িয়ে যান। এবিষয়ে কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) কাউসার হোসেন জানান, সরকারি নয়নজুলি ভরাট করা বেআইনি আর জমির শ্রেণী পরিবর্তন না করে হিমাগার নির্মান করা যায় না। তিনি বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব এবং সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন আগামীকাল সরেজমিন ঘটনাস্থল তদন্ত করে এমন হয়ে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, নয়নজুলি ও গাছ কাটার কোন এখতিয়ার নেই। ঘটনার সত্যতা পেলে কোনো ছাড় দেওয়া হবে না।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.