
নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কীর্তিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে আমরা সমকালীন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি। অসংখ্য কালজয়ী উপন্যাসের এই স্রষ্টা বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
সোমবার (৮ মে) এক বিবৃতিতে সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং উৎকর্ষে সমরেশ মজুমদারের অসামান্য অবদান চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে বাঙালি জাতি। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সমরেশ মজুমদারের আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.