
নিউজ ডেস্কঃ
রাজধানীর বাসাবোতে গত ৩ মে এবং ময়মনসিংহের সি কে ঘোষ রোডে ৭ মে যাত্রা শুরু করলো বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ-এর রিটেইল চেইন সুপারস্টোর ‘হ্যাপি মার্ট’ এর দুটি নতুন আউটলেট। দেশের প্রতিটি প্রান্তে বেঙ্গল গ্রুপের পণ্যগুলোকে ভোক্তাদের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া এবং উন্নত গ্রাহকসেবা দেওয়ার লক্ষ্যে হ্যাপি মার্টের এই নতুন দুটি আউটলেট যাত্রা শুরু করেছে। উল্লেখ্য, হ্যাপি মার্টে বেঙ্গল প্লাস্টিকসের পণ্য ছাড়াও , রিন্নাই কিচেন ওয়্যারস ও হোম অ্যাপ্লায়েন্সেস, আমদানিকৃত বিশ্বমানের হাউসওয়ার ও বাচ্চাদের খেলনা সামগ্রী, ফার্নিচারসহ নিত্যপ্রয়োজনীয় বহু পণ্যের এক বিশাল কালেকশন রয়েছে।
হ্যাপি মার্ট শো রুমের উদ্বোধন করেন বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আমির দাউদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জোহেব আহমেদ, বেঙ্গল রিটেইলস লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমানসহ আরও অনেকে।
শোরুম উদ্বোধন উপলক্ষে হ্যাপি মার্টের এই নতুন দুই আউটলেট দিচ্ছে সকল পণ্যের উপর সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.