সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ৮ই মে সোমবার দুপুরে এই স্বীকৃতি দেওয়া হয়।

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে এখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগন।

দৌলতপুর থানায় যোগদানের পর থেকেই মোঃ শফিকুল ইসলাম মোল্ল্যা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সফল অভিযান চালিয়েছেন।এছাড়া তিনি মোটরসাইকেল চালকদের হেলমেট বাধ্যতামূলক করণ সহ নানান বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এ বিষয়ে জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন আমি মাননীয় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চির কৃতজ্ঞ।