
নিউজ ডেস্কঃ
প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত সমরেশ মজুমদারের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান বাংলা ভাষার প্রখ্যাত এই কথাসাহিত্যিক। কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই লেখক পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক করেন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।
সমরেশ মজুমদার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুস ও শ্বাসনালির সংক্রমণের কারণে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল। শ্বাসনালিতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.