সম্পাদক

বিনোদন ডেস্কঃ

দীর্ঘদিন ধরেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তাই বর্তমানে কড়া নিরপত্তায় থাকেন এই অভিনেতা। এর আগে লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান। সম্প্রতি ফের খুনের হুমকি পেলেন তিনি।

তবে এবার মেডিকেলের এক ছাত্রের কাছ থেকে এই হত্যার হুমকি পেয়েছেন সালমান। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে মুম্বাই পুলিশ লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছে।

জানা গেছে, সন্দেহভাজন ওই যুবক মেডিকেলে তৃতীয় বর্ষে ইংল্যান্ডে পড়াশোনা করছেন। তার বাড়ি ভারতের হরিয়ানায়। এক সংবাদে জানা গেছে, মার্চ মাসে গোল্ডি ব্রারের নাম করে সালমানকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠিয়েছিলেন তিনি।

কিন্তু সেই ছাত্রের বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি পুলিশ। কারণ, তাকে ভারতে ফিরিয়ে আনার সকল আইনি প্রক্রিয়া চলছে।

তবে পুলিশের প্রাথমিক ধারণা যে, হুমকি দিয়ে যে ই-মেইলটি সালমানের উদ্দেশে পাঠানো হয়েছে, সেটি হয়ত রসিকতা করেই দিয়েছে। লরেন্স বিষ্ণোই বা গোল্ডি ব্রারের হুমকির সঙ্গে এই মেইলের কোনো সংযোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন পুলিশ।

এ দিকে একাধিকবার হত্যার হুমকি পাওয়ায় বর্তমানে মুম্বাই পুলিশের কাছ থেকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন সালমান। বলা চলে, আগের চেয়ে অনেক সাবধানী হয়ে গেছেন বলিউডের এই ভাইজান।

খবর : ইন্ডিয়ান টাইমস