ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

দাকোপ প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারন সম্পাদক জি,এম,রেজা ও সদস্য সাংবাদিক এস এম মামুনুর রশিদ এর পিতা শেখ শাহাদাত হোসেন আজ ১৫/০৫/২০২৩ তারিখ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে নিজ বাস ভবনেম ইন্তেকাল করেছেন। ইন্নানিলাহে ওনানিলাহে রাজিউন মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ তার রুহের মাকফেরত কামনা করে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাবের নেতৃবিন্দু বিবৃতি দাতারা হলেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূঁইয়া,সাধারন সম্পাদক মোজাফফর হোসেন,নব-নির্বাচিত সভাপতি গোবিন্দ বিশ্বাস,নব- নির্বাচিত সাধারন সম্পাদক জি,এম,রেজা ,সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন সাব্বির,সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল,জুবায়ের রহমান লিংকন,স্বপন কুমার রায়,জি,এম,জাকির হোসেন,কুমারেশ বিশ্বাস,জি,এম আজম,দীপক কুমার সরদার,শামীম হাসান,আবুল বাশার,তুষার দাস,বিধান ঘোষ,দীপক রায়,মনিরুল ইসলাম মনি,সরোয়ার হোসেন,মজনু ফকির,রুহুল আমিন,জাহিদুর রহমান সোহাগ,পারুল বেগম,জয়ন্ত কুমার রায়,বাপ্পী রায় প্রমুখ।