ওমর ফারুক

নিউজ ডেস্ক:

নরসিংদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন নরসিংদীর সাংবাদিকগণ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (১৫ মে) বিকাল ৪ টায় নরসিংদী সদর উপজেলা কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, উপজেলার বিভিন্ন সমস্যা ও স্থানীয় উন্নয়ন বিষয়ে মতবিনিময় করা হয়েছে।

নবাগত ইউ.এন.ও এর সাথে নরসিংদী রিপোর্টার্স ক্লাবের কুশল বিনিময়

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, প্রফেসর সূর্যকান্ত সেন, নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ ও কোষাধ্যক্ষ আবদুর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির শাহ ও কোষাধ্যক্ষ জয়নুল আবেদীনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মসজিদের ইমামগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকগণ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সমাজসেবী সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।