সম্পাদক
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
চলে গেলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় তাঁর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে অভিনেতা ফারুকে ছেলে রওশন পাঠান জানান, অভিনেতা ফারুকের মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে। অভিনেতা ফারুক দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আট বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ।
সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসের প্রথম দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির কয় দিন পর তাঁর মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা ব্যর্থ হয়। আজ সিঙ্গাপুর স্থানীয় সময় সকাল ১০টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।।
প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আকবর হোসেন পাঠান ফারুক এর মৃত্যুতে বাংলাদেশ মহিলা লীগের সভাপতি ও কালীগঞ্জের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযুদ্ধো মতিন সরকার, সাধারন সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, তুমুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আবুবকর মিয়া,বাহাদুর শাদী ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন আহমেদ, জামালপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান খাইরুল আলম, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সভাপতি মেজবাউদ্দিন সরকার সাধরন সম্পাদক মোঃ ইব্রাহীম খন্দকার, কালীগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান আল আবেদী, এশিয়ান টিভির কালীগঞ্জে উপজেলা প্রতিনিধি মো: মজিবুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া আল মামুন, প্রজেটিভ টিভির সম্পাদক বিল্লাল হোসেন, সহ সম্পাদক মোঃ মতিন গভীর শোক প্রকাশ করেন, এবং শোক সম্ভান্ত্র পরিবার কে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন।

