
স্টাফ রিপোর্টারঃ
ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও পরশুরাম উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম আমিনুল করিম মজুমদার খোকা মিয়ার বড় ছেলে, পরশুরাম উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল করিম মজুমদার বাদল , পরশুরাম হাসপাতালে রাত ২টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের প্রথম নামাজের জানাজা বিকাল ৪ ঘটিকায় পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ও দ্বিতীয় নামাজের জানাজা বাদ আসর খোকা মিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.