
স্টাফ রিপোর্টার:
ডিপ্লোমা ইন নাসিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণের প্রতিবাদে এবং ৫ দফা দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ,মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা সরকারি নাসিং কলেজের শিক্ষার্থীরা।
বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সোমা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও নাসিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সজীব উদ্দীন, সহ-সভাপতি ও নাসিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাজাহান ইসলাম, নাসিং ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ০২.০৫.২০২৩ তারিখের প্রজ্ঞাপনে লক্ষ্য করা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩/৪ বছরের বাংলা মাধ্যমে পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমর্যাদা দেওয়া হয়েছে। এটি কোন মতেই গ্রহণ যোগ্য নয়। কারণ, ডিপ্লোমা ইন নাসিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে আমরা এইচএসসি পাশ করে এডমিশন টেস্টের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে ভর্তি হই।
আমাদের প্রথম বর্ষ থেকে ক্লিনিক্যাল প্রশিক্ষণ অর্থাৎ হাসপাতালে ডিউটি করতে হয়। কিন্তু ডিপ্লোমা ইন পেশেন কেয়ার টেকনোলজি কোর্সে এসএসসি পাশ করে বাংলা মাধ্যমে ৩ থেকে ৪ বছরের কোর্স করে কোন ক্লিনিক্যাল প্রশিক্ষণ ছাড়ায় তার আমাদের সমমর্যাদা কি ভাবে পাই এমন অভিযোগ করে তার বলেন, এখানে যোগ্যতার এক বড় ধরণের বৈষম্যের সৃষ্টি হয়েছে যা আমাদের পেশাগত কাজের প্রতি অনিহা সৃষ্টি হচ্ছে। তাই আমরা এই প্রতিবাদ ও মানববন্ধনে মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।
এসময় তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫দফা দাবি উত্থাপন সহ একটি স্মারক লিপি জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর প্রদান করেন।
উত্থাপনকৃত তাদের দাবি সমূহ কারিগরি (পেশেন কেয়ার টেকনোলজি কোর্স) মুক্ত নাসিং, ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করণ ও ইন্টার্ণভাতা নিশ্চিত করণ, সরকারি নার্সিং এ ছেলে কোটা ১০% থেকে ২০% এ এবং বেসরকারি নাসিং এ ২০% থেকে ৩০% এ উন্নীত করণ, ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা নিশ্চিত করণ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.