সম্পাদক

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এছাড়াও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

গত মঙ্গলবার (০৯ মে ২০২৩) কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মঙ্গলবার রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সাথে সাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।এসময় ৩ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়।এমতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।এরপর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ মে) মেয়ে এবং রোববার (১৫ মে) মায়ের মৃত্যু হয়।অপরজন মেয়ের চাচা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক!

মা ও মেয়েকে কুষ্টিয়া হাউজিং চাঁদাগাড়া গোরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।