
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ মে) দুপুর ১ টার দিকে উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাসিয়া গ্রামের মিস্ত্রি বাড়ির পশ্চিম পাশের খালের পানিতে ডুবে এই ঘটনাটি ঘটে।
নিহত দুই-ভাইবোন হচ্ছে ওই গ্রামের সুদীপ চন্দ্র মিস্ত্রির ছেলে সুদীপ্ত মিস্ত্রি (৯) ও সুদীপ্তের ভাই রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে বিথী রানী (৭)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই বোন।
নিহাতের স্বজন ও পুলিশ জানায়, গোসল করার জন্য বাড়ি সংলগ্ন খালের ঘাটে যায় তারা দুজন। অনেক সময় পরেও ফিরে না আসায় তাদের চাচা সুনীল চন্দ্র মিস্ত্রি খালের ঘাটে গিয়ে তাদের দেখতে না পেয়ে সুদীপ্ত ও বীথির মা-বাবাকে ডেকে নিয়ে আসেন। এসময় তারা খালের ঘাটে নেমে খোঁজাখুঁজি করলে ডুবন্ত অবস্থায় পেয়ে তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য সোহরাফ হোসেন মুঠোফোনে ঘটনা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.