
স্টাফ রিপোর্টার:
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নিড়বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত এড্যভোকেট আজমত উল্লাহ খান এর নৌকা মার্কা প্রতিকের প্রচার প্রচারনায় আজ সকাল ১০ ঘটিকার সময় সিটি কর্পোরেশন ৪২ নং ওয়ার্ডে বিভিন্ন বাসায়,দোকানে জনগন এর কাছে বাংলাদেশের বারবার নির্বাচিত সফল প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা,ও দেশরত্ন শেখ হাসিনার ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির সালাম পৌছে দিয়ে আগামী ২৫: তারিখে নৌকা মার্কা প্রতিকে ভোটাদের কাছে ভোট চেয়ে,অন্যদের কাছে দোয়া চেয়ে বিভিন্ন পাড়া বা মহল্লায় নৌকা মার্কার পক্ষ থেকে ভোট চেয়েছেন।
জুয়েনা আহমেদ,ও মাহফুজা পারবিন বলেন দেশের অন্যতম সমস্যা দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত, ও নেশা মুক্ত গাজীপুর গড়ে তুলতে বাংলাদেশ আওয়ামীলীগ সিটি কর্পোরেশন অংশ নিয়েছে। গাজীপুরের ভোটাররা ভোট দিয়ে আজমত উল্লাহ খান কে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে গাজীপুরবাসীকে দুর্নীতি, নেশা মুক্ত ও চাঁদাবাজিমুক্ত নগরী উপহার দিতে পরবে বলে আমরা মনে করি।
আজ মঙ্লবার সকাল ১০ ঘটিকার সময় গাজীপুর সিটি কর্পোরেশন এর ৪২ নং ওয়ার্ড বসুগাঁও এর জনগনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে তাহারা উপরোক্ত কথা বলেন।
উক্ত নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন
৪২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নির্বাচনী কমিটির আহ্বায়ক বাবুল পাঠান সদস্য সচিব ,শ্যমল পাল সাধারণ সম্পাদক, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, আলমগীর খান,সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ ইকবাল ভান্ডারী,নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, আলহাজ্ব চাঁন মিয়া,ব্যবসায়ী,মিররের বাজার, কালীগঞ্জ উপজেলা মহিলালীগের যুগ্ম আহ্বায়ক ঝর্না বাদল,যুগ্ম আহ্বায়ক রুনা বেগম,সহ সভাপতি মরিয়ম বেগম, ফাতেমা বেগম, সভাপতি, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ,কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবকলীগের ০৪ ওয়ার্ড সভাপতি আমাজাদ হোসেন, কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সানজিদা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক কালীগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ ও আওয়ামী অংঙ্গ সংগঠন এর নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.