
নিজস্ব সংবাদদাতাঃ
গত সোমবার (১৫ মে) ২০২৩ ইংরেজি তারিখে "খবর বাউফল অনলাইন পোর্টালে অঢেল অর্থ সম্পদের মালিক সার্ভেয়ার হাসানুজ্জামানের চাকরি যেন সোনার হরিণ" শিরোনামে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সার্ভেয়ার হাসানুজ্জামান পক্ষে তার পিতা মোঃ সুলতান হাওলাদার।১৬ মে মঙ্গলবার বিকালের দিকে গোলাবাড়িস্থ প্রেসক্লাব বাউফলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এক লিখিত বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে সুলতান হাওলাদার বলেন,আমার ছেলে মোঃ হাসানুজ্জামান সার্ভেয়ার পদে চাকরিরত।২০১১ সালে তিনি সাতক্ষীরা জেলায় চাকরিতে যোগদান করেন। অথচ খবর বাউফলে মনগড়া ভাবে লিখেছেন চাকরিতে যোগদান করেন ২০১৬ সালে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি নামে বেনামে অঢেল সম্পত্তির মালিক কথাটি সত্য নয় আমার ছেলে আমার সহযোগিতাপায় যৎসামান্য সম্পদের মালিক। ঢাকা কেরানীগঞ্জে তাহার জোন জমি নেই।তিনি শাশুড়ীর নামে ৩০ লাখ টাকার সম্পদ করেছেন সেটাও সম্পূর্ণ মিথ্যা। সংবাদে আই এফ আই সি ব্যাংকের যে হিসাব নং ১২০০৬০২৮৩ দেওয়া হয়েছে সেটাও ভুয়া। আর মদনপুরা যে বিলাসবহুল বাড়ির কথা বলা হয়েছে সে বাড়ি আমি তৈরি করেছি।সেখানে আমার ছেলের কোন টাকা নেই। আমার ছেলে হাসানুজ্জামান ঘুষ দুর্নীতিতে যুক্ত নয়।
তিনি আরও বলেন,আমাদের সাথে জমি নিয়ে বিরোধে একদল কুচক্রী মহল আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।সামাজিকভাবে হেয় প্রতিপন্ন সহ চারিত্রিকভাবে কলংকিত করার জন্য খবর বাউফলের প্রতিনিধিকে প্রভপাবিত করে উক্ত নিউজ করা হয় যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.