ওমর ফারুক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে ওকাপ কর্তৃক বাস্তবায়িত আইএলও স্কিল শীর্ষক-২১ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ বিষয়ে পাবলিক ও প্রাইভেট সেক্টরে দক্ষতা প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানের রেফারেল পরিষেবাগুলি নিয়ে অংশীজনদের (স্টেকহোল্ডার) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ১১টায় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হলরুম মনোহরদীতে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম স্কিল-২১ প্রজেক্ট ওকাপ মনোহরদী উপজেলার আয়োজনে ওকাপ দক্ষতা-২১ এর প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম।

স্বাগত বক্তব্যে ওকাপ প্রজেক্ট অফিসার মো. রবিউল ইসলাম তাদের বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে জানান,সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সহায়তায় বিদেশ ফেরত অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যদের অর্থনৈতিক পুনর্বাসনের জন্য “স্কিলস ফর রিইন্টিগ্রেশন” শীর্ষক একটি প্রকল্পের কাজ শুরু করেছে ওকাপ। উক্ত প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে যেমন-বিদেশফেরত অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতামূলক ট্রেনিং প্রদান ও ব্যবসায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরী করেছেন।

স্থানীয় পর্যায়ে নারী অভিবাসীদের টেইলার্স ও ড্রেস মেকিং প্রশিক্ষণ প্রদান করেছে। আরো যেমন-গণসচেতনতামূলক প্রচারণা,লোকাল স্টেকহোল্ডার মিটিং, আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন ইত্যাদি। এছাড়া ইলেকট্রনিক ইন্সটালেশন ও মেইনটেইনেন্স-২০জন, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনার-১১জন, টেইলারিং এন্ড ড্রেসমেকিং-১২৫, ওয়েলডিং এবং ফেব্রিকেশন-১৪জন, এন্টারপ্রাইনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং-১২২জন,ড্রাইভিং-৫২ ও কম্পিউটার অপারেশন-৮জনসহ মোট-৩৫২ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে । এরই ধারাবাহিকতায় ওকাপ মনোহরদী উপজেলায় সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ে আজকের এই আয়োজন।

এসময় প্রধান অতিথি রেজাউল করিম বলেন, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ।যারা বিদেশে যান অথবা ফেরত আসেন তাদের মধ্যে যারা কর্মক্ষম তাদের ব্যপারে আপনাদের আরো সোচ্চার হতে হবে। সরকারি কৃষি,পশুসম্পদ, মৎস্য,যুব উন্নয়ন,মহিলা বিষয়ক এইসব সেবামূলক দপ্তরগুলোর সাথে সমন্বয় রেখে কাজ করার কথা বলেন তিনি। তিনি তাদেরকে মাসিক অথবা বাৎসরিক ওয়ার্ক সিডিউল তৈরী করার জন্য বলেন। অভিবাসীদের অধিকার ও নিরাপত্তা এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আরোও বক্তব্য রাখেন, মনোহরদী উপজেলা পরিষদভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া,কৃষি কর্মকর্তা রুনা আক্তার,সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা হোসনে আরা ছন্দা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার, টিটিসি মনোহরদীর অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, জর্ডান ফেরত খাদিজা বেগম, দুবাই ফেরত ফজলুল করিম প্রমূখ।

এসময় ওকাপ মনোহরদী উপজেলা ফিল্ড অর্গানাইজার মো.আওয়াল হোসেন হৃদয়,সাংবাদিক মো.মোবারক হোসেন,এফএসটিআইপি-ওকাপ এর প্রজেক্ট অফিসার মো.জাকারিয়া, ওকাপ মনোহরদীর সুপারভাইজার মানোয়ারা বেগমসহ স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।