
স্টাফ রিপোর্টার:
ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, শেখ হাসিনা দেশে ফিরছিলেন বলেই গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে ১৯৮১ সালের ১৭ মে ঝড়-বাদল আর জনতার আনন্দাশ্রুতে অবগাহন করে শেরে বাংলা নগরে লাখ লাখ জনতার সংবর্ধনার জবাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেছিলেন, সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তাঁর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই। সে দিন মাননীয় প্রধানমন্ত্রী তিনি আরও বলেছিলেন, আমার আর হারাবার কিছুই নেই। পিতা-মাতা, ভাই রাসেল সকলকে হারিয়ে আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের মাঝেই তাদেরকে ফিরে পেতে চাই। আপনাদের নিয়েই আমি বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তা বাস্তবায়ন করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, বাঙালি জাতির আর্থ-সামাজিক তথা সার্বিক মুক্তি ছিনিয়ে আনতে চাই। বুধবার (১৭ মে) তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা স্থির,প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন এমপি শাওন। এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, তজুমদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,
জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো : রাসেল মিয়া,শহিদুল্যাহ কিরণ,আবু তাহেরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.