ওমর ফারুক


ষ্টাফ রিপোটার:

কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তরকুড়েরপাড় এলাকায় আক্কাছ বাহিনী কতৃর্ক হামলা লুটপাট ও রাতের বেলা অগ্নি সংযোগ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায় । কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তরকুড়েরপাড় এলাকায় রস্তমআলীর পুত্র আক্কাছ আলীর বাহিনীর লোকজন নিমা,ফাতেমা,গংরা।
গত ১২/০৫/২০২৩ তারিখ শুক্রবার সকালে নাছিমার বাড়িতে হামলা ও ভাংচুর করে নগদ একলক্ষ টাকা লুটপাট করে। সেই সাথে ঐ দিন রাতেই আক্কাছ আলী গংরা নাছিমার বাড়িতে অগ্নি সংযোগ করে ঘর পুড়িয়েছে বলে জানান সোহেল, হাজী মোঃ মমিন সহ এলাকাবাসি। এ ছাড়া ও হাজী মোঃ চমির উদ্দিন বলেন ভোক্তভোগী নাছিমা তার বোন রহিমার কাছ থেকে ১৩ শতাংশ জমি ক্রয় করে বাড়িঘড় নির্মান করে থাকলে সেখান থেকে ও আক্কাছ আলী গংরা বাড়িঘরে ভাংচুর করে তাড়িয়ে দেয়। উক্ত ঘটনায় নাছিমা বাদি হয়ে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহনকারী আদালত নং-১ এ একটি পিটিশান দাখিল করে যাহার নং – ১৯৭/২৩। এ বিষয়ে আক্কাছ আলীকে মুঠোফোন দিলে তার ফোনটি রিসিভ করেননি।