
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদের চালানসহ মোটরসাইকেল আটক করেছে বিজিবি।
১৭ মে বুধবার ভোর ৩টা ৪৫মিনিটের সময় লাউরগড় বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১২০৫ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের মোকসেদপুর নামক স্থান হতে ৬৪ বোতল ভারতীয় মদ ও ১টি প্লাটিনা মোটর সাইকলে আটক করে। আটককৃত মটর সাইকেলের মূল্য ১,৯৬,০০০/- টাকা।
অপর দিকে ১৭ মে বুধবার সকাল সাড়ে ৮টার সময় বিরেন্দ্রনগর বিওপির টহল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১১৯৩/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের সুদবরন নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি'র অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান এর সততা নিশ্চিত করে বলেন, আটককৃত মটর সাইকেলসহ মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.