
স্টাফ রিপোর্টার:
নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার বাউসী ইউনিয়নের ১নং সুসনদর পাড়ায় বাউসী ইউনিয়ন পরিষদের আন্ডারে একটি ভাঙ্গা চালা ঘরে তিন সন্তান নিয়ে বসবাস করছে গৌরী(২৫) ও স্বপন হরিজন (৩৫) দম্পতি। স্বপন পেশায় একজন ঝাড়ুদার। গত ৩০ বছর যাবত স্বপন এখানে বসবাস করছে এর পূর্বে অস্থায়ী ভাবে ৪০ বছর যাবত বসবাস করছে স্বপনের বাবা রাজ কিসন হরিজন। কিন্তু বর্তমানে চালা ঘরটি আর বসবাসের উপযোগী নেই একটু বৃষ্টি হলেই ভিজতে হয় তাদের। স্বপনের দাবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেকের দারে গিয়েছে কিন্তু একটা ঘরের ব্যাবস্থা হয়নি, তাই ৩ শিশু সন্তান নিয়ে বসবাসের জন্য সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ঘরের আবেদন করেছে অসহায় এই দম্পতি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.