সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে পৃথকভাবে তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নৌকার ও স্বতন্ত্র (আনারস) প্রার্থীর দুই পক্ষের ৬ জন গুরুতর আহত হয়। ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়ার সমর্থকদের হামলায় আহত নৌকা মার্কার সমর্থক মো. আবুল বাশার ও শাহজাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং অবস্থা আশঙ্কজনক হওয়ায় মো. উজ্জ্বলকে শেবাচিমে পাঠানো হয়।
অপরদিকে নৌকার সমর্থকদের হামলায় আহত আনারস মার্কার সমর্থক মো. লিটন ও মো. শহিদ মৃধাসহ তিনজনকে পাশ্ববর্তী বরগুনা হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের দক্ষিণ গাবুয়া এলাকায় আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সমর্থকরা প্রচার কাজে নয়া বাড়িতে গেলে সেখানে নৌকার সমর্থকরা তাদের লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। হামলার পরে যাওয়ার পথে নৌকার ওই সমর্থকদের উপর গাবুয়া এলাকায় হামলা করে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার মো. সেলিম মিয়ার সমর্থকরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নৌকা মার্কার প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন বলেন, নৌকার লোকজন আমার লোকজনকে মারধর করে আহত করেছে। পুলিশকে ঘটনা জানানো হয়েছে।
অপর এক স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়াকে ফোন করলেও সে রিসিভ করেনি। এব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

